ক’দিন আগেই স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন কিয়ারা আদভানি। সেই ছবি প্রকাশ্যে আসার পর অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামনে আসে। যদিও সেই গুঞ্জনে মুখ খোলেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই।
এরই মধ্যেই শনিবার আচমকা হাসপাতালে ভর্তি করানো হল কিয়ারাকে। ফলে বাতিল হয়েছে তার নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর সব প্রচার অনুষ্ঠান।
এদিকে কিয়ারার মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে জানান, হাসপাতালে ভর্তি হননি কিয়ারা। কাজের চাপ বাড়ায়, হঠাৎ করে দুর্বল অনুভব করেন তিনি। সেই কারণে চিকিৎসকরা কিয়ারাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। বলিউডের হ্যান্ডসাম হিরোকে মন দিয়ে বসেন অভিনেত্রী। গত বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দু’জন। পরে কার্তিক আরিয়ানের ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রচার শুরু করেন কিয়ারা। ছবিও হয় সুপারহিট।
এছাড়া ফারহান আখতারে ‘ডন থ্রি’ ছবি সাইন করেছেন কিয়ারা। তবে সেই ছবির শুটিং এখনও শুরু হয়নি। এরই মাঝে দক্ষিণী সুপারস্টার রামচরনের সঙ্গে ‘গেম চেঞ্জার’ শেষ করেন। গত কয়েকদিন ধরে এই ছবিরই প্রচার করছিলেন কিয়ারা। তারই মাঝে এমন
রেডিওটুডে নিউজ/আনাম