রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

অভিনেত্রী অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি, রাখা হয়েছে ভেন্টিলেশনে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৭, ২ জানুয়ারি ২০২৫

Google News
অভিনেত্রী অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি, রাখা হয়েছে ভেন্টিলেশনে

গতকাল বুধবার রাতে অভিনেত্রী অঞ্জনাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। সেখানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতিতে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক। এমন খবর পাওয়ার পরই যোগাযোগ করা হয় অঞ্জনার ছেলে নিশাত মনির সঙ্গে।

ফোন ধরেই মায়ের কথা বলতে বলতে কাঁন্না করতে থাকেন তিনি। বলেন,  আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল। চিকিৎসকরাও জানিয়েছেন কিছু করার নেই। এই মুহুর্তে তাই স্রষ্টার কৃপা ছাড়া আমাদের কিছুই করার নাই।

জানা গেছে, ১৫ দিন ধরে অঞ্জনা অসুস্থ। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। দুজনেই মায়ের সঙ্গে আছেন।

নিশাত  জানালেন, আম্মুর শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল এই কষ্টের মাত্রা বেড়েছে। তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের