বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালসকে কিনে নিয়েছেন ঢালিউডের তারকা শাকিব খান। এবার ঢাকা ক্যাপিটালসের জন্য এফডিসিতে এক বিশাল সেটে গানও শুট করা হয়ে গেছে বলে জানা গেছে। এই থিম সং-টি রাসেল মাহমুদের কথায় প্রীতম হাসান তৈরি করেছেন।
এ গানের ভিডিও নির্মাণ, ডিওপি ছিলেন রাকিব আহমেদ। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ রুসো, সুর-সংগীত করেন প্রীতম আহমেদ। গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম নিজেই।
ব্যয়বহুল এ গানে শাকিব খানের উপস্থিতি সকলের নজর কেড়েছে। সেই সঙ্গে গানে ঢাকা ক্যাপিটালসের কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে দেখা গেছে একঝাঁক তারকাদের। সেখানে রয়েছেন সিয়াম আহমেদ, মামনুন ইমন, মীম, পূজা চেরী, দীঘি, স্পর্শিয়া, মীম মানতাশা, ইরফান সাজ্জাতদের।
গানের শুরুতে শাকিবের মুখে সংলাপে শোনা যায়, যতবার দাঁড়িয়েছি একসাথে, ততবারই এনেছি জয়। জয় ছাড়া ভাবতে শিখিনি কিছুই, তাই সেই লক্ষ্যে আরও একবার...। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়।
রেডিওটুডে নিউজ/আনাম