জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গেল ৬ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ছয় দিনেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন নায়িকার ছেলে নিশাত মণি।
তিনি বলেন, ‘চলতি মাসের শুরুর দিকে জ্বরে পড়েন। জ্বর না কমলে গেল ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও সুস্থ হননি। এখন তার অবস্থা ভালোমন্দ কিছুই বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়েছেন, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। সেই সঙ্গে রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। তাকে আরও অনেকটা দিন হাসপাতালেই থাকতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে।’
মনি আরও বলেন, ‘আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি। কিন্তু এতোদিন ধরে তো উনার মতো শিল্পীর অসুস্থতার কথা লুকিয়ে রাখা যায় না। তাই এখন সবাই আস্তে আস্তে জানতে শুরু করেছে।’