নব্বই দশকে বলিউডে শাহরুখ খানের কণ্ঠে পর পর গান গেয়েছিলেন এই বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। ‘ও লাড়কি জো সাবসে আলাগ হ্যায়’, ‘চাঁদ তারে’, ‘তবা তুমহারে হ্যায় ইশারে’, ‘বাদশাহ ও বাদশাহ’র মতো সফল গান রয়েছে শাহরুখ-অভিজিৎ জুটির তালিকায়। কিন্তু আচমকাই চিড় ধরল সেই সম্পর্কে।
দীর্ঘ দিন শাহরুখের জন্য আর প্লেব্যাক করেননি অভিজিৎ। শাহরুখের প্রতি নাকি অভিমান ছিল অভিজিতের। তিনি জানিয়েছিলেন, চা পরিবেশকদেরও গুরুত্ব দেওয়া হত কিন্তু গায়ককে ন্যূনতম স্বীকৃতি দেওয়া হত না। শাহরুখ নাকি আর আগের মতো নেই, সেই আক্ষেপ শোনা গিয়েছিল অভিজিতের কণ্ঠে।
এবার শাহরুখের পক্ষ নিলেন কিন্তু চটলেন সালমানের ওপর। ভাইজান নাকি ‘অসভ্য’! তার নামও মুখে আনতে চান না অভিজিৎ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎকে প্রশ্ন করা হয় শাহরুখ ও সালমান প্রসঙ্গে। অভিজিৎ স্পষ্ট জানান, শাহরুখের সঙ্গে তার ব্যক্তিগত কোনও মনোমালিন্য নেই। সমস্যার সবটাই কাজকে কেন্দ্র করে। তবে সেটা তিনি মিটিয়ে নিতেও রাজি।
অভিজিৎ যেমন প্রথম দিকে শাহরুখের জন্য গান গেয়েছেন তেমনই সালমানের জন্যও গেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘চুনরি চুনরি’, ‘চোরি চোরি সপনো মে’-এর মতো গান রয়েছে। তবু সালমান প্রসঙ্গ উঠতেই বদলে যায় অভিজিৎ। বলেন, ‘আমাকে ওর প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করবেন না। আমি এমন জায়গায় পৌঁছতে পারিনি যেখানে ওকে নিয়ে কথা বলতে পারব।’
দীর্ঘ দিন পর শাহরুখের সঙ্গে মিটমাট করতে রাজি হলেও সালমানকে নিয়ে যেন এখনও অবস্থান একই রয়েছে অভিজিতের।
রেডিওটুডে নিউজ/আনাম