সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

Radio Today News

নেট দুনিয়ায় ভাইরাল জয়ার ছবি, যা জানালেন অভিনেত্রী 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২২, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:২৫, ২১ ডিসেম্বর ২০২৪

Google News
নেট দুনিয়ায় ভাইরাল জয়ার ছবি, যা জানালেন অভিনেত্রী 

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমানা ছাড়িয়ে টলিউড ও বলিউডেও কাজ করে প্রশংসা পেয়েছেন তিনি। কিছুদিন আগেই ভিন্নভাবে জামদানি শাড়ি পরে নজর কাড়েন তিনি। এবার ফের ভাইরাল অভিনেত্রীর কিছু ছবি। নেটিজেনরা অনেকেই তার ছবি শেয়ার করেছেন।  

প্রায়ই নতুন থিমের ফটোশুট করে চমক দেন জয়া। সে ধারাবাহিকতায় শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেন তিনি। জানিয়েছেন কার প্রেরণায় এই নতুন ফটোশুট। প্রখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশুটি করেছেন জয়া আহসান। 

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সাথে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।

ছবিগুলোকে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন ভাবে। তিনি গাঢ় বেগুনী রঙের কাতান শাড়ি পরেছেন। শাড়ির জমিনে সোনালী জরি সুতার সাবেকি ডিজাইন। হলুদ রঙের ব্লাউজে লক্ষ্নৌ ঘরানার ডিজাইন। আর গয়না হিসেবে গোল্ড প্লেটেড  সঙ্গে মুক্তার মিশেল রেখেছেন এই গুণী নায়িয়া।

ছবিতে দেখা যায় জয়া কানে দুল না পরলেও গয়নার কোনো কমতি নেই।  সিঁথিপাটি, টায়রা থেকে শুরু করে নাকে এমনকি হাত পায়েও গয়না পরেছেন তিনি। 

জয়া আহসান ছবিগুলো শেয়ার করার পর ভক্তরা তার প্রশংসা করছেন। মাত্র ১ ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে ৩২ হাজারের বেশি। অনেকেই মন্তব্যের ঘরে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন। প্রায় পাঁচ হাজার কমেন্ট রয়েছে ঐ পোস্টে। 

অন্যদিকে, বর্তমানে সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন জয়া। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা। আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ ডিসেম্বর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের