বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

বিয়ের ছয় মাস পরই অন্তঃসত্ত্বা, মুখ খুললেন সোনাক্ষী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩২, ১৩ ডিসেম্বর ২০২৪

Google News
বিয়ের ছয় মাস পরই অন্তঃসত্ত্বা, মুখ খুললেন সোনাক্ষী

বিয়ের পরই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছিল একাধিকবার। সেই গুঞ্জন পাত্তা না দিয়ে সংসার গোছানোর কাজে ব্যস্ত ছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরপর কেটে গেছে ছয় মাস। সেই গুঞ্জন যেন তার পিছু ছাড়ছে না। এবার সত্যিটা নিজেই বলে দিলেন।

কয়েকদিন আগে একটি ক্লিনিকের বাইরে স্বামী জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষী সিনহাকে দেখা যায়। সেখান থেকে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে নতুন করে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টির সত্যতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষীকে প্রশ্ন করা হয়। এসময় তিনি বলেন, ‘হ্যাঁ ভাই, একই ইস্যুতে সেদিন জাহিরকে কে যেন একটা শুভেচ্ছাও জানিয়ে দিল! আমি মোটেই অন্তঃসত্ত্বা নই। শুধু একটু মোটা হয়ে গেছি। আমরা কি দাম্পত্য জীবনটা উপভোগ করব না?’ এরপরই স্ত্রীর কথা টেনে নিয়ে জাহির বলেন, ‘এই তো কাল থেকেই সোনাক্ষীর ডায়েট শুরু হচ্ছে।’

দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের ২৩ জুন বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। তাদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। সেসব কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রূপকে পাত্তা না দিয়ে সংসারে ব্যস্ত এই দম্পতি। ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের