বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

এশিয়ার প্রাচীনতম উৎসবে মেহজাবীনের সিনেমা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৩, ১৭ নভেম্বর ২০২৪

Google News
এশিয়ার প্রাচীনতম উৎসবে মেহজাবীনের সিনেমা

মেহজাবীন চৌধুরী, অভিনয় জগতের প্রিয় মুখ। বছর কয়েক ছোট পর্দা থেকে দূরে ছিলেন। এরইমধ্যে শেষ করেছেন দুটি সিনেমা। ছোট পর্দার মতো বড় পর্দাতেও সফল এই অভিনেত্রী। 

দুটি সিনেমার একটি ‘সাবা’ আরেকটি ‘প্রিয় মালতী’। জানা গেছে, এশিয়া মহাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী উৎসব ’ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র (ইফি) ৫৫ তম আসরে ’প্রিয় মালতী’ পেয়েছে অফিসিয়াল সিলেকশন। উৎসবে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে সিনেমাটি। অফিসিয়াল সিলেকশনের তথ্যটি ওয়েব সাইটে নিশ্চিত করেছে ইফি কর্তৃপক্ষ।  

ইফির ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রতিযোগিতা করবে ‘প্রিয় মালতী’। ভারতের গোয়ায় উৎসবের পর্দা উঠবে আগামী ২০ নভেম্বর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানে পানজিম অডিটোরিয়াম-৪ এ ২৭ নভেম্বর প্রদর্শনী রয়েছে সিনেমাটির। 

‘প্রিয় মালতী’ সিনেমাটি ইফিতে প্রদর্শিত হওয়াকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন পরিচালক। তিনি বলেন, ‘উপমহাদেশের গুরুত্বপূর্ণ এবং ভারতের সবচেয়ে বড় উৎসব ইফি। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সংস্কৃতি ও অভিজ্ঞতার অনেক কিছুই এক। তাই সংস্কৃতির যে যোগাযোগটা হওয়া প্রয়োজন সেটা ’প্রিয় মালতী’ দিয়ে করা সম্ভব বলে মনে করি।’

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। উপমহাদেশের গুরুত্বপূর্ণ উৎসবে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ইফি–তে ’প্রিয় মালতী’ সিলেক্ট হওয়ায় আমি ও আমাদের টিম দারুণ অনুপ্রাণিত। উৎসবে নির্বাচিত হওয়ার ব্যাপারটি মাথায় রেখে তো আর কাজটা করিনা। কিন্তু যখন সেটা নির্বাচিত হয়ে যায় তখন খুবই ভালো লাগে। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারছে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগবে যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবে।’’

মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। 

তবে, সিনেমাটি দেশের দর্শকরা কবে দেখতে পাবেন, তা চূড়ান্ত করে বলেননি সিনেমা সংশ্লিষ্টরা। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের