শুক্রবার,

০১ নভেম্বর ২০২৪,

১৭ কার্তিক ১৪৩১

শুক্রবার,

০১ নভেম্বর ২০২৪,

১৭ কার্তিক ১৪৩১

Radio Today News

পাকিস্তানের ১২৮টি পর্দায় মুক্তি পেল বাংলাদেশের ‘তুফান’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৪, ১ নভেম্বর ২০২৪

Google News
পাকিস্তানের ১২৮টি পর্দায় মুক্তি পেল বাংলাদেশের ‘তুফান’

আজ পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টির বেশি পর্দায় মুক্তি পেয়েছে ‘তুফান’। সাম্প্রতিক সময়ে অন্য কোনো ঢাকাই সিনেমা পাকিস্তানের এতগুলো হলে মুক্তি পায়নি। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

জানা যায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে তুফান। তা ছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে সিনেমাটি। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে।

এ বিষয়ে শাকিব খান বলেন, “বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা ‘প্রিয়তমা’ দিয়ে শুরু হয়। ‘প্রিয়তমা’ সিনেমার গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। ‘রাজকুমার’ সিনেমার ক্ষেত্রেও তাই ঘটেছে।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের