বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

হত্যার হুমকির মধ্যেই নতুন ঘোষণা দিলেন সালমান খান

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ২৮ অক্টোবর ২০২৪

Google News
হত্যার হুমকির মধ্যেই নতুন ঘোষণা দিলেন সালমান খান

লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের খানের প্রাণনাশ করতে চায়। সালমানের বন্ধু এবং মুম্বাইয়ের প্রভাবশালী রাজনীতিবিদ বাবা সিদ্দিকী হত্যার দায় স্বীকার করে সালমান খানকে একপ্রকার ‘সতর্ক’ করেছে তারা। এমন হুমকি-ধমকির কারণে এখন নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাইয়ে সিনেমা ও টিভি শো বিগ বস-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি।

তবে কঠিন এই সময়ে ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। রোববার (২৭ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ ‘দাবাং ট্যুরের’ ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।

পোস্টে লিখেছেন, ‘দুবাই, প্রস্তুত হও! ৭ ডিসেম্বর ২০২৪-এ আসছে দাবাং দ্য ট্যুর- রিলোডেড’। পোস্টে সংযুক্ত ছবিতে দেখা যায়, সালমানের সঙ্গে দুবাইয়ে পারফর্ম করবেন একঝাঁক বলিউড তারকা। তাদের মধ্যে রয়েছেম- সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি এবং প্রভু দেবা। এছাড়াও এই ট্যুরে থাকছেন তামান্না ভাটিয়া, মনিশ পাল, আস্থা গিল ও সুনীল গ্রোভার।

প্রসঙ্গত, সালমানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার ৩’। ২০২৩ সালে এই ছবি মুক্তির পর আর বড়পর্দায় দেখা যায়নি তাকে। আগামী বছরের এপ্রিলে ঈদ উপলক্ষে ‘সিকান্দার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরতে পারেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই  সিনেমায় সালমানের সহশিল্পী হিসেবে থাকছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল এবং প্রতীক বাব্বর। সিনেমাটি পরিচালনা করছেন ‘গজনী’খ্যাত নির্মাতা  এ আর মুরুগাদস।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের