বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

প্রেমে মজেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০২, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:০৪, ২৬ অক্টোবর ২০২৪

Google News
প্রেমে মজেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান?

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে নির্মাতা রেদওয়ান রনি ও অভিনেত্রী সাদিয়া আয়মান প্রেমে মজেছেন। গুঞ্জনে যেন ঘি ঢাললেন নির্মাতা নিজেই। রেদওয়ান রনির জন্মদিন ছিলো গত ২০ অক্টোবর। দিনটি উদযাপনের জন্য এক হয়েছিলেন তার সহকর্মীরা। এরমধ্যে ছিলেন সাদিয়া আয়মান, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ। সে আয়োজনের বেশ কিছু ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন রনি। এক ছবিতে রনির সঙ্গে ছবিতে পোজ দিতে দেখা এই অভিনেত্রীকে।  

নির্মাতা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’

এরপর লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’

আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’

এদিকে রেদওয়ান রনির ছবিতে সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন। সেখানে সাদিয়ার মন্তব্যটি যেন গুঞ্জন আরও উসকে দিয়েছে। কেননা তিনি লিখেছেন, ‘আমার জীবনে যা পেয়েছি তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

‘প্রিয়তমা’ শব্দ এবং সাদিয়ার এমন মন্তব্য যেন নেটগরিকদের সাহায্য করেছেন তাদের নিয়ে কথা বলতে। তাদের ধারণা সাদিয়া আয়মানকে প্রিয়তমা সম্বোধন করেছেন রনি। কেউ কেউ মন্তব্যের ঘরে সাদিয়া আয়মানকে মেনশন করেছেন। যদিও এ বিষয়ে স্পস্ট করে কোনো কথা বলেননি রনি ও সাদিয়া আয়মান কেউই। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের