বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

মুখ খুললেন নীলাঞ্জনা!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৯, ২৫ অক্টোবর ২০২৪

Google News
মুখ খুললেন নীলাঞ্জনা!

বেশ কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রে টালিপাড়ার একদা চর্চিত দম্পতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। টালিপাড়ায় জোর গুঞ্জন, বিবাহবিচ্ছেদের পথেই নাকি এগোচ্ছেন তারা। যদিও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি তাঁরা। তবু বেশ কয়েক মাস ধরেই ছাদ আলাদ হয়েছে যিশু-নীলাঞ্জনার।

দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে কখনও মুম্বাই, কখনও কলকাতা থাকছেন নীলাঞ্জনা। টলিপাড়ার অনেকেই নাকি চেষ্টা করছেন, যাতে দু'পক্ষের মিটমাট হয়ে যায়। তবে আকারে-ইঙ্গিতে বিভিন্ন সময়ে নিজের জীবনের সত্যিটা যেন বুঝিয়ে দিয়েছেন তিনি। ঠিক যেমনটা এবার জানালেন, জীবনের বড় একটা ক্ষতি হলেও কোন জিনিসটা ভাল হয়েছে।

এক সময় নিজে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করে ভালই নামডাক হয়েছিল নীলাঞ্জনার। আচমকা যিশুকে বিয়ে করে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেন। সংসার ও দুই মেয়েকে নিয়ে কাটে একটা সময় পর্যন্ত। তার পর নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করেন।

শোনা যায়, অভিনেতাকে নেপথ্যে থেকে সর্বদা শক্তি জুগিয়ে গিয়েছেন নীলাঞ্জনাই। কিন্তু সেই সম্পর্কই নাকি এখন টালমাটাল! যদিও এই মুহূর্তে সেনগুপ্ত পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে কুলুপ এঁটেছেন দু’পক্ষই। যদিও এই খবর প্রকাশ্যে আসার পর থেকে নীলাঞ্জনা একাই যে সব দিক সামলাচ্ছেন, তা বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি।

অন্যদিকে, প্রচারের আলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন যিশু। তবে সেনগুপ্ত পরিবারের অন্দরে যে বড় পালাবদল ঘটেছে সেই ইঙ্গিত দিলেন তারকা—পত্নী।

তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘জীবনে ট্র্যাজেডিকর যখন কিছু ঘটে, সাময়িকভাবে সব কিছু ওলট-পালট হয়ে যায়। কিন্তু এর ভাল দিক হল এই সময় তুমি নিজের ব্যক্তিগত উন্নতির দিকে নজর দিতে পারো যা একপ্রকার পুনর্জন্মের মতো।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের