ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর এক হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (২৫ জুন) সকাল সোয়া ১০টা নাগাদ ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরীমণি।
এ সময়, আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। পরে আগামী ১ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত।
এর আগে, গত ১৮ এপ্রিল পিবিআই’র দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একইসঙ্গে, পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমিকে স্বশরীরে হাজির হতে সমন জারি করেন আদালত। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জুলাই, আদালতে বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
রেডিওটুডে/এমএমএইচ