চট্টগ্রামে ক্যাটেল এক্সপোর কনসার্টে আসা দর্শকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় স্টেজে ছিল দেশের অন্যতম ব্যান্ড অ্যাশেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহর এলাকার আবাহনী মাঠে এ ঘটনা ঘটে। এতে কনসার্ট পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার ওই মাঠে ক্যাটেল এক্সপো শুরু হয়। আজ দ্বিতীয় দিনে ছিল কনসার্ট।
কনসার্টে যাওয়া আবু কাউসার নামে এক ব্যক্তি বলেন, ‘কনসার্ট দেখতে লোকসমাগম বেশি হয়। এতে প্রচণ্ড ভিড় ছিল। পরিস্থিতি সামাল দিতে পারেনি পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে দর্শকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে দর্শকরা হুড়োহুড়ি শুরু করে। সেই সঙ্গে দর্শকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল মারে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।’
এমএমএইচ/রেডিওটুডে