শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

হাসপাতালে নুসরাত ফারিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২৪

Google News
হাসপাতালে নুসরাত ফারিয়া

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

নুসরাত ফারিয়ার মা ফেরদৌসি পারভীন বলেন, কয়েকদিন ধরেই একটু অসুস্থ বোধ করছিল ফারিয়া। মনে হয় গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যা হচ্ছিল। কোনো কিছু খেতে চাচ্ছিল না আর খুব মাথা ব্যথা করছিল। গতকাল বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অচেতন হয়ে পড়ে। মাথা, চোখে-মুখে পানি দেওয়ার পর জ্ঞান ফিরে। সেন্স ফেরার পর রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে আসি। এখন কিছুটা ভালো আছে, কথাও বলছে।  

জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন। 

চিকিৎসক কয়েকটি পরীক্ষা দিয়েছেন। তা উল্লেখ করে নুসরাত ফারিয়ার মা বলেন, চিকিৎসকরা আজ সকালে ফারিয়ার রক্ত পরীক্ষা করার কথা বলেন। সেটা করার পর জানা যাবে কেন হঠাৎ এমন হলো।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের