শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

অস্কারের মঞ্চে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ১৪ মার্চ ২০২৩

আপডেট: ১৩:১৬, ১৪ মার্চ ২০২৩

Google News
অস্কারের মঞ্চে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

অস্কারের মঞ্চে প্রথমবারের মতো সঞ্চালনা করেছেন দীপিকা পাড়ুকোন। তার জন্য ব্যাপারটা যেনো হয়ে গেলো 'তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন।' ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সারা পৃথিবীর দর্শককে তার মৎস্যকন্যা সাজ মুগ্ধ করল।

নজর কেড়েছে দীপিকার সাজ

প্রখ্যাত ফ্যাশন সংস্থা লুই ভিতঁর কালো অফ শোল্ডার গাউনে অস্কারের এবারের আয়োজনে সেজেছিলেন দীপিকা পাড়ুকোন৷ অঙ্গে ছিল কার্তিয়ের অলঙ্কার।

দীপিকা পাড়ুকোন পাশ্চাত্য ঘরানার এই পোশাকের সঙ্গে উইঙ্গড আইলাইননার লুকে ছিলেন। চুলে ছিল মেসিবান বা এলোমেলো খোঁপা। তার সাজে অন্য মাত্রা যোগ করেছে গ্লাভসের ওপর তার স্টেটমেন্ট রিং।

ঘাড়ে উল্কি ছিল দীপিকা পাড়ুকোনের

এককথায় রেড কার্পেট লুকে দীপিকা তাক লাগিয়ে দিয়েছেন। হলিউডের বাকি সব সুন্দরীদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এসেছে দীপিকা পাড়ুকোনের ঘাড়ের নতুন উল্কি বা ট্যাটু৷ কালো কালিতে ফুটিয়ে তোলা হয়েছে দীপিকার সদ্য লঞ্চ করা বিউটি ব্র্যান্ড 82*E।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের