অপু বিশ্বাসের ফেসবুক পেজ থেকে
চিত্রনায়ক শাকিব ও চিত্রনায়িকা অপু দম্পতির একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। জয়ের ছয় বছর পূর্ণ হয় এদিন। জন্মদিনকে স্মরণীয় করে রাখতে পারবারিক এক অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটেন এই তারকা জুটি।
ওই অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অপু বিশ্বাস। ছবিতে এক ফ্রেমে দেখা যায়নি তাদের। আলাদাভাবে কেক কেটেছেন তারা। ক্যাপশনে অপু লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
জানা গেছে, শাকিবের বাসাতেই ঘরোয়া আয়োজন করে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করেছেন তারা। এ সময় শাকিবের বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে।
এদিকে অপুর প্রকাশিত ছবি ও ক্যাপশন পড়ে নেটিজনদের প্রশ্ন— তাহলে কি আবার এক হচ্ছেন শাকিব-অপু? তা না হলে অপু কেনই বা সুখী পরিবারের জন্য দোয়া চাইবেন!
রেডিওটুডে নিউজ/এসবি