শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

Radio Today News

মেয়েকে নিয়ে আবগঘন কথা প্রকাশ করলেন ন্যান্সি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৩, ১০ জানুয়ারি ২০২৫

Google News
মেয়েকে নিয়ে আবগঘন কথা প্রকাশ করলেন ন্যান্সি

কদিন আগেই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির মেয়ে রোদেলার একটি গান প্রকাশ পেয়েছে। সেই গানের রেশ ধরেই মেয়েকে নিয়ে আবগঘন কথামালা সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন ন্যান্সি। এর মাঝেই জানালেন মাকে আধুনিক করে গড়ে তুলছেন মেয়ে রোদেলা। নিজ দায়িত্বে রোদেলা মায়ের শিক্ষকের ভূমিকা পালন করছেন।

রোদেলা জন্ম থেকে শুরু করে ন্যান্সি বললেন, ২০০৮ সালের এপ্রিল মাসের ১৬ তারিখ আমার কোল আলো করে জন্ম নিলো আমার প্রথম কন্যা সন্তান। আমার বড় ভাই জনি ভাগ্নির নাম রাখলো রোদেলা। নিজের নামের মতোই ঝলমলে আমার বড় মেয়েটা। যেখানেই যায় সেখানেই সব আলোকিত হয়ে যায়। সন্তান কন্যা কিংবা পুত্র তাতে কিছুই আসে যায় না, রোদেলা তার বড় উদাহরণ।

তিনি বলেন, ১৬ বছর ৮ মাস বয়সী রোদেলার অনেক গুণ। সে মায়ের সবচেয়ে কাছের বন্ধু, দেশীয় রান্না ভালো করার পাশাপাশি কিছু ভিনদেশী নাস্তাও ভালো বানায়; শুধু ভাত জাতীয় কিছু রাঁধলে সেটা ভর্তা হয়ে যায়, বোনদের আগলে রাখে, খুবই পরিপাটি, শান্ত লক্ষী মেয়ে, কখনোই তর্ক করেনা, খানিকটা জেদি কিন্ত সেটার যুক্তিযুক্ত কারণ থাকে, রোদেলার বিছানা এবং আলমারি কখনোই অগোছালো থাকেনা, প্রচুর বই পড়ে (স্কুলের বই অবশ্যই গুরুত্ব কম পায়)। 

জনপ্রিয় এই গায়িকা মেয়েকে নিয়ে বললেন, নিজ উদ্যোগে যুগের থেকে খানিকটা পিছিয়ে থাকা মাকে আধুনিক করে গড়ে তোলার শিক্ষক, মোটামুটি ভালো নাচে, পিয়ানো আর গিটার নিজ আগ্রহে শিখছে এবং শেখা চলমান, ছবি আঁকে, যে কোনো ভাষার গান শোনার প্রতি অসীম আগ্রহ, রূপচর্চা ও সাজগোজে পারদর্শী, ওর স্নান ঘরে ঢুকলে মন ভালো হয়ে যায় (নানা আকারের সুগন্ধি মোমবাতি, ক্যাকটাস, স্নানঘরের জন্য বরাদ্দ ছোট্ট অডিও স্পিকারে ভেসে আসা সুর, ঝকঝকে মেঝে, প্রয়োজনীয় সকল প্রসাধনী থরে থরে সাজানো, হোটেলের মত পরিষ্কার সাদা তোয়ালে ভাজ করে রাখা-মন ফুরফুরে হতে বাধ্য), ছোট মামার সাথে অকারণ ঝগড়া করে, আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্ব সম্পন্ন।

রোদেলা পড়াশোনা প্রসঙ্গে ন্যান্সি বলছেন, মার্জিয়া বুশরা রোদেলা- ও লেভেল শেষ করে এ লেভেল এ ভর্তি হলো। স্বপ্ন দেখে বড় হয়ে সাইকোলজিস্ট হবে। পাশাপাশি গান, নাচ, মডেলিং এবং অভিনয় চালিয়ে যেতে চায়!  রোদেলার ‘ রাজকুমার ’ শিরোনামে নতুন একটি গান মুক্তি পেয়েছে। আমি আশা করবো, সবাই আমাকে যেভাবে ভালোবেসে আগলে রেখেছেন ঠিক সেভাবেই রোদেলার প্রতিও ভালোবাসা দেখাবেন। রোদেলার নতুন গান কেমন লাগলো সেটা মন্তব্যের ঘরে জানাবেন।

রোদেলার ‘ রাজকুমার ’ শিরোনামে নতুন একটি গান মুক্তি পেয়েছে। আমি আশা করবো, সবাই আমাকে যেভাবে ভালোবেসে আগলে রেখেছেন ঠিক সেভাবেই রোদেলার প্রতিও ভালোবাসা দেখাবেন। রোদেলার নতুন গান কেমন লাগলো সেটা মন্তব্যের ঘরে জানাবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের