বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

আমি কিন্তু একেবারে সিঙ্গেল: ইধিকা পাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৩, ৩০ ডিসেম্বর ২০২৪

Google News
আমি কিন্তু একেবারে সিঙ্গেল: ইধিকা পাল

মূলত পশ্চিমবঙ্গের কলকাতার অভিনয়শিল্পী ইধিকা পাল। তবে গেল বছর অভিনয় করেছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় সিনেমা প্রিয়তমা তে। এই সিনেমার তার বিপরীতে ছিলেন শাকিব খান। সেই সুত্রে দুই বাংলাতেই তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।

তাই তাকে নিয়ে অনুরাগীদের কৌতুহলেরও শেষ নেই। কার সঙ্গে প্রেম করছেন, কবে বিয়ে করছেন এই নিয়েই এখন প্রশ্নের মুখে পড়তে হয়। যাদের সঙ্গে অভিনয় করেছেন তাদের অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জনও উঠে ইধিকার। সেসব নিয়েই সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, যাদের বিপরীতে অভিনয় করেছেন সবার সঙ্গে সম্পর্ক রয়েছে।

ইধিকা বলেন, ‘আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়ত আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনও গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। তবে এই ধরনের ঘটনায় বেশি ভেবে মেন্টাল পিস অ্যাফেক্টেড হতে দিলে কাজ করব কখন? আমায় সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিঙ্গেল।’

এদিকে সম্প্রতি দেবের বিপরীতে  ‘খাদান’ মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর।

ছবিটি দারুণ ব্যবসাও করছে। এই ছবিতে কাজের অভিজ্ঞতার বিষয়ে ইধিকা বললেন, ‘এই ছবিতে কাজের সময়ে আমার প্রচুর প্রাপ্তি। মনে থেকে যাবে প্রচুর স্মৃতি, মজার অনেক মুহূর্ত। তা ছাড়া দেব দা এত মজা করে, লেগপুল করে, যে কাজের চাপটা পুরো ভুলেই গিয়েছিলাম। দারুণ আনন্দে শুটিং করেছি সবাই।

ভাগ্যে অগাধ বিশ্বাস ইধিকার। ভাগ্যই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে মানেন।  অভিনেত্রীর কথায়, ‘ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল, এমনটা কিন্তু নয়। তবে যেদিন থেকে অভিনয় করতে শুরু করেছি, সেদিন থেকে এমন একটা ক্যানভাসে অভিনয়ের স্বপ্নই তো দেখেছি। অন্য কেউ কতটা লাকি জানি না, তবে আমি ভীষণ লাকি। ভাগ্যে বিশ্বাস করি। তাও ২০২৪ বছরটা শেষ হওয়ার আগেই এত কিছু দিয়ে যাবে ভাবিনি।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের