মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

Radio Today News

নতুন অতিথি আসছে আথিয়া-রাহুলের পরিবারে

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ৯ নভেম্বর ২০২৪

Google News
নতুন অতিথি আসছে আথিয়া-রাহুলের পরিবারে

বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর পর মা-বাবা হতে চলেছেন আরও এক তারকা জুটি। জীবনের এই বিশেষ মুহূর্তের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারা। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আথিয়া শেঠি এক পোস্ট দিয়েছেন। সেখানে জানান, আগামী বছরেই তাদের ঘরে আসবে নতুন সন্তান। ক্যাপশনে লিখেছেন, ‘আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন, ২০২৫।’ 

এই সুখবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা। আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিন্হা, বণী কাপূর, এষা গুপ্তের মতো অভিনেত্রীরা।

২০২৩ সালে চারহাত এক হয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও আথিয়া শেঠি। চলতি বছরের শুরুতেই গুঞ্জন শোনা যাচ্ছিল, পরিবার পরিকল্পনা শুরু করেছেন রাহুল-আথিয়া। 

যদিও সেই সময়ে এই খবরে কোনও সত্যতা নেই বলেই জানিয়েছিলেন তারা।  মাস কয়েক আগে একটি রিয়ালিটি শো-এর মঞ্চে সঞ্চালিকা ভারতী সিংকে মজার ছলে সুনীল বলেছিলেন, ‘পরের সিজনে যখন আসব, তখন আমি দাদুর মতো হেঁটে দেখাব।’ প্রসঙ্গত, ২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তারপর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে বিয়ে হয় তাদের।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের