শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

Radio Today News

পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না: নোরা ফাতেহি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫২, ৯ জানুয়ারি ২০২৫

Google News
পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না: নোরা ফাতেহি

দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকাতেই বাস করেন হলিউডের বহু তারকা। দাবানলে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনসসহ কয়েকজন তারকার বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে সেখানে আছেন বলিউড তারকা নোরা ফাতেহি। সেখান থেকেই দাবানলের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নোরা ফাতেহি বলেছেন, ‘আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনও দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।’

ভয়াবহ এই দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন নোরা। তিনি লিখেছেন, ‘আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।’

এদিকে দাবানল নিয়ে প্রিয়াঙ্কা চোপড়াও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এখন। সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও এই পরিস্থিতি নিয়ে তিনিও চিন্তিত। দাবানল রুখতে যারা লাড়াই করছেন তাদের তাদের সাধুবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের