মার্কিন জরিপকারী সংস্থা গ্যালাপের নতুন একটি জরিপে বিশ্বের সবচেয়ে দুঃখী, রাগান্বিত এবং মানসিক চাপের দেশের তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ।
বৈশ্বিক এই জরিপে বাংলাদেশের স্কোর ৪৫, যেখানে ৫৯ স্কোর নিয়ে আফগানিস্তান শীর্ষে।
‘২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ শিরোনামের এই তালিকায় এক হাজারের বেশি মানুষ মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। বাংলাদেশে জরিপটি করা হয় ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত।
পৃথিবীর ১২২টি দেশের ১ লাখ ২৭ হাজার মানুষকে নিয়ে জরিপটি করা হয়। এতে দেখা গেছে, ২০২০ সালের চেয়ে ২০২১ সালে মানুষ বেশি কষ্টে জীবনযাপন করেছেন।
শারীরিক আঘাত থেকে শুরু করে মানসিক চাপ, অবসাদ এবং ক্রোধের বিষয়ে জরিপে অংশ নেয়া মানুষদের প্রশ্ন করা হয়।
গ্যালাপের ম্যানেজিং ডিরেক্টর জন ক্লিপটন সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলেছেন, ‘পৃথিবী এখন যুদ্ধ, মুদ্রাস্ফীতি এবং জীবদ্দশার বিরল মহামারীতে ভুগছে।’
জরিপে অংশ নেয়া ৪২ শতাংশ মানুষ জানিয়েছেন, ২০২০ সালের চেয়ে ২০২১ সালে তারা দুই শতাংশ বেশি চিন্তায় ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম