
বাংলাদেশে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা নিয়ে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বুধবার (৯ এপ্রিল) বাংলায় একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে ‘এসএসসি পরীক্ষা শুভকামনা’। এই পোস্টটির কমেন্ট বক্সে অনেককে কমেন্ট করতে দেখা যায়। এই পোস্টে ব্যবহার করা হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির একটি ছবি।
এদিকে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এর আগেরদিন ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানানো হলো।
এ বছর দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ছেলে পরীক্ষার্থীর তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার ৫৩৮ জন, ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দুই হাজার ২৯১টি এবং প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী এক লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭২৫টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার ৬৩টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র এক লাখ আট হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
রেডিওটুডে নিউজ/আনাম