শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫,

২১ চৈত্র ১৪৩১

শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫,

২১ চৈত্র ১৪৩১

Radio Today News

এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই: শিক্ষাবোর্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৭, ৩ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:৫৮, ৩ এপ্রিল ২০২৫

Google News
এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই: শিক্ষাবোর্ড

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী। তারা এ দাবি আদায়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। তবে তাদের এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার‌ গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ। সকল কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো শেষ। এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, পরীক্ষা পেছানোর যেসব দাবি করেছে সেগুলোর কোনোটারই যৌক্তিকতা নেই। তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। 

আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে, উল্লেখ এস এম কামাল উদ্দিন হায়দার‌ বলেন, শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে।

চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহবান ড. ইউনূসেরচাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহবান ড. ইউনূসের
সব পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ জানান এ পরীক্ষা নিয়ন্ত্রক।

এর আগে ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা পেছানোসহ দুই দফা দাবি তুলে ধরেন একদল শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো- পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় ৩ থেকে ৪ দিন বন্ধ দেওয়া।

তারা বলছেন, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের