শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫,

২১ চৈত্র ১৪৩১

শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫,

২১ চৈত্র ১৪৩১

Radio Today News

এসএসসি পরীক্ষা পেছাতে অসহযোগ আন্দোলনের ডাক শিক্ষার্থীদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৪, ৩ এপ্রিল ২০২৫

Google News
এসএসসি পরীক্ষা পেছাতে অসহযোগ আন্দোলনের ডাক শিক্ষার্থীদের

দুই দাবি নিয়ে এসএসসি পরীক্ষা একমাস পেছাতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। আগামী ১০ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও সূচি পরিবর্তনের দাবিতে সারা দেশে এ আন্দোলনের ডাক দিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে শুরু হয়ে ঢাকা শিক্ষাবোর্ড পর্যন্ত এলাকায় বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আন্দোলন। আর অন্য জেলার শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাবোর্ডে আন্দোলন করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এসএসসির পরীক্ষার্থীরা।

তাদের দুই দাবি হলো:

- পরীক্ষা ১ মাস পেছানো
- সব পরীক্ষায় ৩ থেকে ৪ দিন বন্ধ দেওয়া

দাবির যৌক্তিকতা হিসেবে পরীক্ষার্থীরা জানিয়েছে, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেয়া সম্ভব হচ্ছে না। তাই একমাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেয়া যাবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানিয়েছে, গরমে একটানা পরীক্ষা দেয়া সম্ভব নয়। গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের