শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এছাড়া, মোট ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি ২৭ জনকে সতর্ক করেছে বুয়েট কতৃপক্ষ।
মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ।
তিনি বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ৪১ টি মিটিং করে। এছাড়া ডিসিপ্লিনারি কমিটি আরও ৭ টি বৈঠক করে। সেখানে অভিযোগ যাচাই বাছাই করে দেখা যায়, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স রয়েছে সেটির ধারা লঙ্ঘন করেছেন।
এজন্য ৮ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ১২ জনকে ৪ থেকে ৬ সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের সাজা আজ থেকে কার্যকর হচ্ছে।
তিনি আরও বলেন, ৬ জনকে দুই সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে।
তবে এই ছয়জনের বহিষ্কারাদেশ এখন স্থগিত আছে। যদি তারা ভবিষ্যতে কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের বহিষ্কার তখন থেকে কার্যকর হবে। এর বাইরে ৭ জনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আরও ২৭ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। শাস্তিপ্রাপ্তদের চিঠি দিয়ে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।