তিতুমীর কলেজের সামনের রাস্তায় ব্যারিকেট দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় করার দাবিতে চারদিন ধরে চলা শিক্ষার্থীদের অনশন অব্যাহত রয়েছে। তারা সেখান থেকে বনানীর আমতলী হয়ে গুলশান যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
পূর্বঘোষণা অনুযায়ী ‘বারাসাত ব্যারিকেট ট্যু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে শুরুতে তারা কলেজের সামনে ব্যারিকেট দেয়। দাবি না মানলে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয় গঠনসহ সাতটি দাবি রয়েছে তাদের। দাবিগুলো হলো শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, আইন ও সাংবাদিকতা বিভাগ চালু, পিএইচডিধারী শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা সীমিত রাখা ও গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ দেওয়া।
এছাড়াও তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।
এরই মধ্যে অনশন করা কয়েকজন শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে