সোমবার,

২০ জানুয়ারি ২০২৫,

৭ মাঘ ১৪৩১

সোমবার,

২০ জানুয়ারি ২০২৫,

৭ মাঘ ১৪৩১

Radio Today News

পরীক্ষা কমিটির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে রাবির ডিভিএম শিক্ষার্থীরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৫, ১৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৫৬, ১৯ জানুয়ারি ২০২৫

Google News
পরীক্ষা কমিটির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে রাবির ডিভিএম শিক্ষার্থীরা

৪৭তম বিসিএস-এ অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যানকে অবরুদ্ধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস (ডিভিএম) বিভাগের ইন্টার্ণ শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. এস এম কামরুজ্জামানকে অবরুদ্ধ করে রাখে।  

শিক্ষার্থীরা জানান, বিভাগের চূড়ান্ত পরীক্ষা না হওয়ায় তারা ৪৭তম বিসিএসে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না। এক্ষেত্রে বিসিএসে আবেদনের জন্য অ্যাপেয়ার্ড সার্টিফিকেট প্রয়োজন। কিন্তু পরীক্ষার ডেট না হওয়ায় অ্যাপেয়ার্ড সার্টিফিকেটও পাওয়া যাচ্ছে না। এ জন্য দ্রুত পরীক্ষার ডেট হওয়া প্রয়োজন। তারা এ বিষয়ে বার বার পরীক্ষার রুটিন প্রকাশের দাবি জানালেও পরীক্ষা কমিটির সভাপতি কোন ব্যবস্থা নেননি। বাধ্য হয়ে তারা আজকে আন্দোলনে নেমেছেন। রুটিন প্রকাশিত না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের