বৃহস্পতিবার,

০৯ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০৯ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

Radio Today News

জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৪, ৭ জানুয়ারি ২০২৫

Google News
জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হবে। এ নিয়ে রুটিন তৈরির কাজ চলছে। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পরীক্ষার রুটিন অনুমোদন করা হবে।

আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য সূচির (রুটিন) খসড়া প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, চলতি মাসের তৃতীয় সপ্তাহে সম্ভাব্য পরীক্ষা সূচি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।

এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ থেকে।

আর ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে। এরপর ফরম পূরণ শুরু হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের