নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ ফিরিয়ে আনার সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শনিবার (২৮ ডিসেম্বর) এনসিটিবির ওয়েবসাইটে তিন বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়।
আওয়ামী লীগ সরকারের প্রণীত শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দেওয়া হয়েছিল। তবে গণআন্দোলনের প্রেক্ষিতে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার বিভাগ বিভাজন পুনর্বহাল করেছে।
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী:
- ব্যবহারিকবিহীন বিষয়গুলো: রচনামূলক অংশে ৭০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর।
- ব্যবহারিকসহ বিষয়গুলো: তত্ত্বীয় অংশে ৭৫ নম্বর (রচনামূলক ৪০ ও বহুনির্বাচনি ২৫) এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় "জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১" থেকে সরে আসার ঘোষণা দেয়। তারা বিদ্যমান শিক্ষাক্রমকে বাস্তবায়ন-অযোগ্য উল্লেখ করে ২০২৫ সাল থেকে সংশোধিত শিক্ষাক্রম কার্যকর করার সিদ্ধান্ত নেয়।
২০২৫ সালে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সংশোধিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। বিভাগ-বিভাজন ফিরিয়ে এনে ২০১২ সালের পাঠ্যসূচির বইগুলোই ২০২৫ সালে বিতরণের জন্য পরিমার্জন করে ছাপানোর কাজ চলছে। আগামী বছরের দশম শ্রেণির শিক্ষার্থী যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বসবেন, তারা এসব বই পাবেন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা সংশোধিত পাঠ্যসূচি অনুযায়ী প্রস্তুতি নেবে। এ পরিবর্তন শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।