মঙ্গলবার,

৩১ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

মঙ্গলবার,

৩১ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

Radio Today News

বাংলাদেশের ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৫, ১৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৩৭, ১৪ ডিসেম্বর ২০২৪

Google News
বাংলাদেশের ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

বাংলাদেশের ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দিতে চায় পাকিস্তান। বাংলাদেশের নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের এ বৃত্তি দিতে চায় দেশটি। পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এসব বৃত্তি দেবে। পাকিস্তান ইতিমধ্যেই আফগানিস্তান ও শ্রীলঙ্কার শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে।

দেশটির গণমাধ্যম ডন–এর খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার পাকিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কনসোর্টিয়ামের এক সভায় বাংলাদেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশি ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার প্রস্তাব তোলা হয়। কীভাবে বৃত্তিপ্রক্রিয়া সম্পন্ন হবে, তা নিয়েও আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মতে, এ স্কলারশিপ প্রোগ্রামের অন্যতম মূল উদ্দেশ্য হলো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের