সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

Radio Today News

সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি পিছিয়ে ১৭ ডিসেম্বর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৯, ৮ ডিসেম্বর ২০২৪

Google News
সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি পিছিয়ে ১৭ ডিসেম্বর

সারাদেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারির তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ডিসেম্বর এ লটারি অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির মাধ্যমিক শাখার পরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সমকালকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'টেলিটক মূলত এ কাজটা করে থাকে। টেকনিক্যালি তাদের কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। টেলিটকের অনুরোধে আমরা ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ডিসেম্বর লটারি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। লটারি অনুষ্ঠিত হবে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।'

এর আগে, গত ১২ নভেম্বর থেকে দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়। যা চলে ৩০ নভেম্বর পর্যন্ত। এই ১৮ দিনে সব মিলে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেন।

এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য ৬ লাখ ৩৫ হাজার ৭২টি ও বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে। এখন ডিজিটাল লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে স্কুলগুলোর জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। আর লটারির পর শুরু হবে ভর্তি প্রক্রিয়া। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের