২০২৫ সালে শনিবারও স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর ভুল বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মন্ত্রণালয় এবং মাউশি আজ শনিবার জানিয়েছে, ফেসবুকে ছড়িয়ে পড়া এই তথ্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে তারা জানান, কী ভিত্তিতে এবং কারা এই গুজব ছড়িয়েছে তা সম্পর্কে তারা কিছু জানেন না।
শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান গণমাধ্যমকে বলেন, ‘শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা সবাইকে জানানো হবে।’ তিনি সবাইকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান।
মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার বলেন, ‘এখনও স্কুলের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারই রয়েছে এবং আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনও সিদ্ধান্তের কথা জানি না।’
এই গুজবের পর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কারণ বিষয়টি সম্পর্কে কোনো সরকারি ঘোষণা ছিল না।