রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

Radio Today News

আট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৮, ২৯ নভেম্বর ২০২৪

Google News
আট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সতর্ক করেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে, এসব বিশ্ববিদ্যালয় অবৈধ কার্যক্রম পরিচালনা করছে বা অনিয়মের কারণে তাদের ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। 

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে প্রতারণার শিকার হতে পারেন শিক্ষার্থীরা, যা থেকে আইনি জটিলতাও তৈরি হতে পারে। 

১. ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লা - অবৈধ ক্যাম্পাস পরিচালনা ও অবৈধ শিক্ষা কার্যক্রমের জন্য চিহ্নিত।
২. ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ - স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম স্থানান্তরে ব্যর্থ হওয়ায় নতুন ভর্তি কার্যক্রম বন্ধ।
৩. সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি - বোর্ড অব ট্রাস্টিজ গঠনে জটিলতা এবং মামলা থাকার কারণে নতুন ভর্তি বন্ধ।
৪. দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, ও কুইন্স ইউনিভার্সিটি - মামলা ও অন্যান্য অনিয়মের কারণে নতুন ভর্তি নিষিদ্ধ।

ইউজিসির পরামর্শ:
- শিক্ষার্থীদের শুধুমাত্র ইউজিসি ও সরকারের অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসে ভর্তি হতে বলা হয়েছে।
- ভর্তি আগে ইউজিসির ওয়েবসাইট (www.ugc.gov.bd) থেকে তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
- সার্টিফিকেটে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর নিশ্চিত করার পরামর্শও দেওয়া হয়েছে।

বর্তমানে ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৪টির উপাচার্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত। ইউজিসি থেকে এ সম্পর্কিত তথ্য নিয়মিত আপডেট করা হয়। শিক্ষার্থীদেরকে এই পরিস্থিতিতে সতর্কভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইউজিসি বিশেষভাবে আহ্বান জানিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের