বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

পাকিস্তানের সঙ্গে ঢাবির একাডেমিক কার্যক্রমে আর বাধা নেই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৯, ১৮ নভেম্বর ২০২৪

Google News
পাকিস্তানের সঙ্গে ঢাবির একাডেমিক কার্যক্রমে আর বাধা নেই

২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের সব ধরনের সম্পর্ক ছিন্ন করে নীতি নির্ধারণী সভা সিন্ডিকেট। দীর্ঘ ৯ বছর পর গত ১৩ নভেম্বর সিন্ডিকেট নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উপাচার্য দেশে ফিরে স্বাক্ষর করলে কার্যকর হবে।

উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কতগুলো স্কলারশিপ, সেমিনারের প্রস্তাব এসেছে। সে প্রস্তাবের আলোকে উপাচার্য সিন্ডিকেট প্রস্তাব রাখলে তা সবাই অনুমোদন করে। শিক্ষার্থী ও শিক্ষকদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একাডেমিক সিদ্ধান্ত, বিশ্ববিদ্যালয়ের কাজ একাডেমিক কাজ করা, রাজনীতি না। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের