শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

Radio Today News

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নতুন ভিসি শামসুল আলম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৪

Google News
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নতুন ভিসি শামসুল আলম

ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শামসুল আলম। ‌

তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩-এর ১১১ ধারা অনুসরণ করে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক শামসুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম ২০০০ সালের ৯ নভেম্বর ইসলামিক স্টাডিজে লেকচারার হিসেবে যোগ দেন। এরপর ২০০৮ সালে একই বিভাগ থেকে ‘হিউম্যান ভ্যালু ইন ইসলাম’ শিরোনামে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি এই বিভাগ থেকে ১৯৯০ সালে ব্যাচেলর ডিগ্রি ও ১৯৯১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের