শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

Radio Today News

২৫০-৩০০ মিটার দূরত্বে দুই পক্ষের অবস্থান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৭, ১৬ জুলাই ২০২৪

Google News
২৫০-৩০০ মিটার দূরত্বে দুই পক্ষের অবস্থান

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পর্যন্ত চলে এসেছেন। আর ছাত্রলীগ নেতাকর্মীরা এখনো টিএসসিতেই অবস্থান করছেন।

দুই পক্ষের মধ্যে মাত্র ২৫০-৩০০ মিটারের ব্যবধান।

অন্যদিকে পুলিশের দুটি সাঁজোয়া যান (রায়ট কার) ঢুকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৬টা ১০ মিনিটের দিকে এ দুটি সাঁজোয়া যান ঢোকে ঢাবিতে। রায়ট কারগুলোর সঙ্গে দুটি অ্যাম্বুলেন্সও রয়েছে। সঙ্গে আছে ৮ ভ্যান পুলিশ। সরেজমিনে এ গাড়িগুলোকে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেতের দিকে যেতে দেখা গেছে।

রাজধানীর চানখারপুলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। বিকেল ৩টার পর এ সংঘর্ষ বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হলে বিপরীত দিকে বকশীবাজারের রাস্তায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। উত্তেজনার এক পর্যায়ে দুপক্ষের ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের