শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

Radio Today News

কর্মসূচি ঘোষণা দিয়ে ৬ ঘণ্টা পর অবরোধ তুললেন শিক্ষার্থীরা

প্রকাশিত: ২০:২৮, ৪ জুলাই ২০২৪

Google News
কর্মসূচি ঘোষণা দিয়ে ৬ ঘণ্টা পর অবরোধ তুললেন শিক্ষার্থীরা

তিনদিনের কর্মসূচি ঘোষণা দিয়ে দীর্ঘ ৬ ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপর ১২টায় শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন।

এতে শাহবাগের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৬ টার দিকে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শিক্ষার্থীরা আজকের কর্মসূচি শেষ করেন। এরপর শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। আন্দোলনের অন্যতম সংগঠক ও দলনিরপেক্ষ ছাত্র সংগঠনের মহাসচিব নাহিদ ইসলাম বলেন, শুক্রবার অনলাইনে-অফলাইনে গণসংযোগ পালিত হবে।

শনিবার বিকেল ৩টায় দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রোববার প্রতিষ্ঠানগুলোতে ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। শনিবারের বিক্ষোভ মিছিল থেকে রোববারের মাঠের কার্যক্রম ঘোষিত হবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের