শনিবার,

০৬ জুলাই ২০২৪,

২২ আষাঢ় ১৪৩১

শনিবার,

০৬ জুলাই ২০২৪,

২২ আষাঢ় ১৪৩১

Radio Today News

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৪, ২ জুলাই ২০২৪

আপডেট: ২১:২৪, ২ জুলাই ২০২৪

Google News
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী

পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহারে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অবস্থিত অর্থমন্ত্রীর কার্যালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, পহেলা জুলাই থেকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ‘প্রত্যয়’ স্কিম যাত্রা শুরু করেছে। সমাজের সর্বস্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনার লক্ষ্যে অন্যদের পাশাপাশি স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠানের জন্য ‘প্রত্যয়’ স্কিম প্রবর্তন করা হয়েছে।

তবে ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। এসময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এডিবির কাছ থেকে সরকারের প্রত্যাশার চেয়ে বেশি সহায়তা পাওয়া যাচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের