বুধবার,

৩০ এপ্রিল ২০২৫,

১৭ বৈশাখ ১৪৩২

বুধবার,

৩০ এপ্রিল ২০২৫,

১৭ বৈশাখ ১৪৩২

Radio Today News

২০ মাস পর ২২ বিলিয়নের ওপরে রিজার্ভ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৫, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:১৮, ৩০ এপ্রিল ২০২৫

Google News
২০ মাস পর ২২ বিলিয়নের ওপরে রিজার্ভ

এক বছর আট মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারও ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এরপর রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের কাছাকাছি গেলেও তা অতিক্রম করেনি। রেমিট্যান্স বৃদ্ধির ফলে রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

গত মার্চ মাসে দেশে ৩২৯ কোটি ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। সেই ধারাবাহিকতা চলতি মাসেও ধরে রেখেছে। চলতি মাসের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ২৭ বিলিয়ন ডলার। প্রবাসী আয় আসার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। 

বুধবার বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ ছিল ২২ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের