বুধবার,

৩০ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

বুধবার,

৩০ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপ সত্ত্বেও বাণিজ্য সম্প্রসারণে আশাবাদী বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৬, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:১৮, ২৯ এপ্রিল ২০২৫

Google News
ট্রাম্প প্রশাসনের  নতুন শুল্ক আরোপ সত্ত্বেও বাণিজ্য সম্প্রসারণে আশাবাদী বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য নতুন শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন খাতে বাণিজ্য সম্প্রসারণের পরামর্শ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ এটিকে ইতিবাচকভাবে দেখছে।

দেশটি ইতিবাচক সাড়া দিয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয় মোকাবিলায় আমদানি-রপ্তানি বাড়ানোসহ কৌশলগত নানাধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘এত বড় একটি দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ। বরং তিন মাস পর সম্ভাব্য শুল্ক আরোপের প্রস্তুতি নিতে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।’

এই প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে দুটি ভাগে ভাগ করা হচ্ছে—রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। উভয় বিভাগে সচিব পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্বে থাকবেন। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি হয়েছে।

বাংলাদেশ এখন আইএমএফ বা বিশ্বব্যাংক নির্ভর নয় জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাজেট সহায়তা হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বাংলাদেশ ১ দশমিক ২ বিলিয়ন ডলার চেয়েছে।’ আইএমএফ চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি বাজেট বাস্তবায়নে এই অর্থ ছাড় অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের