মঙ্গলবার,

১৫ এপ্রিল ২০২৫,

২ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৫ এপ্রিল ২০২৫,

২ বৈশাখ ১৪৩২

Radio Today News

রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৩, ১৩ এপ্রিল ২০২৫

Google News
রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার ২১ বিলিয়ন ডলার  ছাড়িয়ে গেছে। দেশের নিট রিজার্ভ হয়েছে ২ হাজার ১৩৬ কোটি ডলার বা ২১ বিলিয়ন ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

দিনের শুরুতে দেশের নিট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ কোটি ডলারও গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬২০ কোটি ডলারের ওপরে। ফলে এক মাসের ব্যবধানে দেশের নিট রিজার্ভ বেড়েছে ২৬২ কোটি ডলার ও গ্রস রিজার্ভ বেড়েছে ১৭৪ কোটি ডলার।

এর আগে গত নভেম্বরের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধের পর নিট রিজার্ভ ১ হাজার ৮৪৪ কোটি ডলারে নেমে আসে। তারপর থেকে রেমিটেন্স ও রপ্তানি আয় থেকে ডলার রিজার্ভে যোগ হওয়ার কারণে আবার তা বেড়েছে।

গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে রেমিটেন্স প্রবাহ বাড়তে শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের শেষ মাসে জুলাইয়ে রেমিটেন্স এসেছিল ১৯১ কোটি ৩৮ লাখ ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২২২ কোটি ৪২ লাখ ডলার। সেপ্টেম্বরে তা আরও বেড়ে দাঁড়ায় ২৪০ কোটি ৪৮ লাক ডলার, অক্টোবরে সামান্য কমে ২৩৯ কোটি ৫১ লাখ ডলার ও নভেম্বরে আরও কমে ২২০ কোটি ডলারে দাঁড়ায়। ডিসেম্বরে রেমিটেন্স প্রবাহে রেকর্ড গড়ে। এ মাসে এসেছে ২৬৪ কোটি ডলার। ডিসেম্বরে বেড়েছে রপ্তানি আয়ও। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের