রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

Radio Today News

স্বর্ণের দামে বিশ্ববাজারে চাঞ্চল্যকর পূর্বাভাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০২, ১২ এপ্রিল ২০২৫

Google News
স্বর্ণের দামে বিশ্ববাজারে চাঞ্চল্যকর পূর্বাভাস

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছার পূর্বভাস পাওয়া গেছে।

বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছেন। এরই প্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠান ইউবিএস এবং কমার্জব্যাংক নির্ধারিত মূল্য পূর্বাভাস বলেছে, চলতি বছর স্বর্ণের দাম প্রতি আউন্সে তিন হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির ফলে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি তাদের আগ্রহের কারণে এই ধাতুটি একটি রেকর্ড উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এরই প্রেক্ষিতে গত শুক্রবার আন্তর্জাতিকভাবে খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠান সুইস ইউবিএস এবং জার্মান কমার্জব্যাংক তাদের মজুদ করা স্বর্ণের দাম বাড়ানোর পূর্বাভাস দেয়।

ট্রাম্পের শুল্ক আরোপ আর্থিক বাজারকে মারত্মকভাবে নাড়া দিয়েছে। ফলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা তৈরি হয়। তিনি বেশিরভাগ শুল্ক স্থগিত করলেও, চীনের উপর শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়ান, যার ফলে বেইজিং মার্কিন পণ্যের উপর শুল্ক ১২৫ শতাংশ পর্যন্ত বাড়ায়।

ইউবিএস বিশ্লেষকরা বলেন, ‘আমরা আশা করছি স্বর্ণের দামের এই উত্থান আগামী বছর পর্যন্ত অব্যাহত থাকবে এবং দাম আরও উচ্চ স্তরে স্থিতিশীল হবে। সম্ভবত এবছর প্রতি আউন্স স্বর্ণের দাম দাম ৩ হাজার ৩৫ ডলার (বাংলাদেশি টাকায় ৪ লাখ ২৭ হাজার) পৌঁছাবে।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বাণিজ্য নীতিমালা এর মূল কারণ। চীনের উপর শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, যার পাল্টা জবাবে বেইজিং যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই পরিস্থিতি বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা জোরালো হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ২০০ ডলার অতিক্রম করেছে। দিনের মধ্যভাগে স্পট গোল্ড ১.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ২১৭.১৫ ডলারে, যেখানে এর কিছু সময় আগেই এটি পৌঁছায় রেকর্ড ৩ হাজার ২৩৭.৫৬ ডলারে।

আর সপ্তাহজুড়ে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ এবং চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২২ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। মার্কিন গোল্ড ফিউচারসও ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে প্রতি আউন্স ৩ হাজার ২৩৪.৯০ ডলারে।

কমার্জব্যাংকও ২০২৫ সালের শেষ নাগাদ স্বর্ণের মূল্য ৩ হাজার ডলার পর্যন্ত হতে পারে বলে জানায়। তারা উল্লেখ করে, মার্চ মাস শেষে গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) ব্যবস্থাপনার অধীনে থাকা মোট সম্পদের পরিমাণ রেকর্ড ৩৪৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতির আরেকটি প্রধান কারণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সক্রিয় স্বর্ণ কেনা। চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা পাঁচ মাস ধরে স্বর্ণ ক্রয় করেছে। মার্চ মাসের শেষে দেশটির স্বর্ণের রিজার্ভ দাঁড়িয়েছে ৭৩.৭ মিলিয়ন ফাইন ট্রয় আউন্স, যা ফেব্রুয়ারিতে ছিল ৭৩.৬১ মিলিয়ন আউন্স।

এই সপ্তাহেই ডয়েচে ব্যাংক তাদের ২০২৫ ও ২০২৬ সালের স্বর্ণের গড় দাম পূর্বাভাস সংশোধন করে যথাক্রমে ৩ হাজার ১৩৯ এবং ৩ হাজার ৭০০ ডলার নির্ধারণ করেছে।

বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা ও আর্থিক অনিশ্চয়তার মাঝে স্বর্ণ আবারও প্রমাণ করেছে, এটি বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নিরাপদ এবং লাভজনক আশ্রয়স্থল হিসেবে টিকে আছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের