শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

Radio Today News

১০০ বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন, নেপথ্যে ট্রাম্পের শুল্কারোপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০, ৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৪৩, ৪ এপ্রিল ২০২৫

Google News
১০০ বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন, নেপথ্যে ট্রাম্পের শুল্কারোপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশের মাধ্যমে ১৮৫টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন। এই শুল্কে ভিত্তি হার ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, তবে কিছু দেশের ক্ষেত্রে শুল্কের হার আরও বেশি।

উদাহরণস্বরূপ, ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ, ভারতের ওপর ২৬ শতাংশ, বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ এবং চীনের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা আগের ২০ শতাংশ শুল্কের সঙ্গে মিলিয়ে মোট ৫৪ শতাংশ হয়েছে। এই শুল্ক নীতির লক্ষ্য হলো বাণিজ্য ভারসাম্যহীনতা কমিয়ে আনা এবং মার্কিন শিল্পের সুরক্ষা নিশ্চিত করা।

শুল্ক আরোপের ঘটনায় এরই মধ্যে বিশ্বের আর্থিক বাজারগুলোতে তীব্র প্রভাব পড়তে শুরু করেছে। বলা হচ্ছে, তার এই পদক্ষেপের ফলে বৈশ্বিক বাণিজ্যে সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে।

সংবাদমাধ্যম বিবিসির অর্থনীতি সম্পাদক ফয়সাল ইসলামের মতে, আমদানি পণ্যে আরোপ করা শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের শুল্ক রাজস্ব লাফিয়ে এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যা গত এক শতকে দেখা যায়নি। এটি ছাড়িয়ে যেতে পারে ১৯৩০-র দশকের কঠোর সুরক্ষামূলক বাণিজ্য নীতির সময়ের অবস্থাকেও।

অথবা রাতারাতি শেয়ারবাজারের পতন দেখা যেতে পারে, বিশেষ করে এশিয়ায়। এই পদক্ষেপের ফলে দীর্ঘদিনের বৈশ্বিক বাণিজ্যের প্রবাহে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

ডোনাল্ড ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের সব আমদানি পণ্যে সর্বজনীন ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা শুক্রবার (৪ এপ্রিল) রাত থেকে কার্যকর হবে। তাছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে এমন বেশ কিছু দেশের ওপর প্রতিশোধমূলক প্রায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের