সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২১, ২৩ মার্চ ২০২৫

Google News
লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রার তুলনায় ৫৮ হাজার ২৪২ কোটি টাকা ঘাটতিতে রয়েছে। এ সময়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৭৬ শতাংশ, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, এই অর্থবছরের প্রথম আট মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮০ হাজার ৫৯ কোটি ২১ লাখ টাকা। কিন্তু আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭ কোটি ৯ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ৫৮ হাজার কোটি টাকার বেশি ঘাটতি রয়েছে।

১. আমদানি পর্যায়ে রাজস্ব: চলতি অর্থবছরে আদায় ৬৪ হাজার ৪৩৯ কোটি টাকা। আগের অর্থবছরে আদায় ৬৫ হাজার ২৮৮ কোটি টাকা। প্রবৃদ্ধি: ১ দশমিক ৩০% কমেছে।

২. স্থানীয় পর্যায়ে মুসক ও আবগারি শুল্ক: চলতি অর্থবছরে আদায় হয়েছে ৮৪ হাজার ২২৩ কোটি টাকা। আগের অর্থবছরে আদায় হয়েছে ৮২ হাজার ৪০২ কোটি টাকা। এ সময়ে প্রবৃদ্ধি ২ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

৩. আয়কর ও ভ্রমণ খাত: চলতি অর্থবছরে আদায় হয়েছে ৭৩ হাজার ১৫৪ কোটি টাকা। আগের অর্থবছরে আদায় হয়েছে ৭০ হাজার ২৮০ কোটি টাকা। এ সময়ে প্রবৃদ্ধি ৪ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এনবিআর কর্মকর্তাদের মতে, রাজনৈতিক অস্থিরতা, ডলারের মূল্য বৃদ্ধি ও আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে।

রাজস্ব লক্ষ্যমাত্রা কত?

মূল লক্ষ্যমাত্রা ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা (জিডিপির ৯.৭%)। অন্যদিকে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। পরিবর্তিত লক্ষ্যমাত্রা ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের