
কোম্পানি করদাতাদের আয়কর দাখিলের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের আগের সময়সীমা ছিল ১৬ মার্চ পর্যন্ত।
আজ বুধবার (১২ মার্চ) এ বিষয়ে করনীতির দ্বিতীয় সচিব এইচএম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য পূর্বে নির্ধারিত কর দিবস ১৬ মার্চ, ২০২৫ তারিখের পরিবর্তে ৩০ এপ্রিল, ২০২৫ তারিখ নির্ধারণ করলো।