বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

রিসিভার নয়, নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো গ্রুপ: হাইকোর্ট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০০, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৬:০২, ১২ মার্চ ২০২৫

Google News
রিসিভার নয়, নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো গ্রুপ: হাইকোর্ট

বেক্সিমকোতে বাংলাদেশ ব্যাংকের রিসিভার থাকছে না বলে জানিয়েছে হাইকোর্ট। বুধবার (১২ মার্চ) ফারাহ মাহাবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী বেঞ্চ ৯টি পর্যবেক্ষন সহ রুল নিষ্পত্তিসহ এ আদেশ দেন।

বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, বেক্সিমকো গ্রুপের ১৬৯ প্রতিষ্ঠান এখন থেকে নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান চালাতে পারবে। তবে এখন থেকে কোম্পানিগুলো ব্যবস্খাপনা করার ক্ষেত্রে আইন মেনে সুপারভিশন মনিটরিং এর মাধ্যমে পরিচালিত হতে হবে। 

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির কার্যক্রম পরিচালনা এবং এর সব সম্পদ জব্দের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে, গ্রুপটির মালিক সালমান এফ রহমানের বিদেশে পাচার করা অর্থ ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন আদালত। এরপর রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের