শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

বাংলাদেশ থেকে ইলিশ আমদানিতে আগ্রহী চীন  

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
বাংলাদেশ থেকে ইলিশ আমদানিতে আগ্রহী চীন  

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান।  

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ রয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি উল্লেখ করে বশির উদ্দিন বাংলাদেশি পণ্য আমদানি বৃদ্ধির পাশাপাশি আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক হ্রাসের আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো জরুরি, বিশেষত কৃষি আধুনিকীকরণ ও ট্রাক উৎপাদন খাতে বিনিয়োগ উভয় দেশের জন্যই লাভজনক হবে।
 
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
 
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনে বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে এবং প্রাথমিকভাবে তারা ১,০০০ মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া, চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানির পাশাপাশি এসব খাতে বিনিয়োগ বাড়াতে চায়।  

তিনি আরও জানান, ইতোমধ্যে ৩০টি চীনা কোম্পানি চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে।  

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের