মঙ্গলবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৫,

১২ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৫,

১২ ফাল্গুন ১৪৩১

Radio Today News

গ্যাসের দাম বাড়ালে কারাখানা বন্ধের বিকল্প থাকবে না: বিটিএমএ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

Google News
গ্যাসের দাম বাড়ালে কারাখানা বন্ধের বিকল্প থাকবে না: বিটিএমএ

গ্যাসের দাম বৃদ্ধি নয়, বরং ইউনিট প্রতি ১০ টাকা কমিয়ে ২০ টাকা নির্ধারণ করতে হবে। দাম বাড়ালে কারখানার চাবি সরকারের হাতে তুলে দেয়ার বিকল্প থাকবে না। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ টেক্সটাইল শিল্প সমিতি (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

করে সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, গ্যাসের দাম বৃদ্ধির চিন্তা বাদ দিয়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে মনোযোগ দিন। দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিলে কারাখানা বন্ধের বিকল্প থাকবে না।

খাত সংশ্লিষ্টরা জানান, একদিকে গ্যাসের চড়া দাম ও সরবরাহ সংকট, অন্যদিকে এলডিসিকে সামনে রেখে সংকুচিত করা হয়েছে নগদ সহায়তা। যে কারণে সুতার উৎপাদন খরচ বেড়েছে। এই সুযোগে ভারত পরিকল্পিতভাবে স্থানীয় বাজারের তুলনায় কম দামে সুতা পাঠাচ্ছে বাংলাদেশে। এতে দেশি সুতার চাহিদা কমায় হুমকির মুখে এই শিল্প।

বিটিএমএ'র নেতাদের অভিযোগ, এলডিসি গ্র্যাজুয়েশনের ফাঁদে পড়ে দেশি উদ্যোক্তাদের চাপে ফেলেছে সরকার। এখন গ্যাসের দাম বৃদ্ধি করলে এই শিল্প ধ্বংসের আশঙ্কা তাদের।

সংবাদ সম্মেলনে ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন প্রক্রিয়া বন্ধের দাবিও জানান বিটিএমএ নেতারা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের