শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Google News
আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

তিন দিনের মাথায় দেশের বাজারে আরেক দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। এই হিসেবে ভরিতে এক লাফে ৩ হাজার ২৪৩ টাকা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দর শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।

এর আগে সবশেষ গত ১৭ ফেব্রুয়ারি ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। দেশের ইতিহাসে এটি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল, যা পরদিন ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের